নরসিংদীতে নিরাপদ অভিবাসনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা

0



 মোঃ জসিম উদ্দিন : নরসিংদীতেদক্ষতা উন্নয়ন নিরাপদ অভিবাসনে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে নরসিংদী জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস কার্যালয়ে এই আলোচনা সভা হয় সভায় শতাধিক অভিবাসন প্রত্যাশী অংশগ্রহণ করেন এসময় বক্তারা নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়নসহ বৈধপথে বিদেশ গমনের নানা দিক নিয়ে আলোচনা করেন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নরসিংদী জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের সহকারী পরিচালক একেএম দাউদুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক এম আউয়াল, সাংবাদিক মশিউর রহমান সেলিম, মাছরাঙা টিভির বদরুল আমিন চৌধূরী, দৈনিক সময়ের মুক্তচিন্তার সম্পাদক জয়নুল আবেদীন, নরসিংদীর বাণীর সম্পাদক মোঃ ফারুক মিয়া, দৈনিক আজকের পত্রিকা ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, জনশক্তি জরিপ কর্মকর্তা মো: শহিদুল আলম মো: হারুনুর রশিদ শিকদার প্রমুখ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)