কাঠারিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সিমানা প্রাচীর নির্মানকে কেন্দ্র করে বি এন পির দুই গ্রুফের সংগর্স আহত দু‘সহ-সহসভাপতি

0

 

সমাচার প্রতিবেদকঃ নরসিংদী সদর উপজেলার কাঠালিয়ায় চৌগরিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সিমানা প্রচীর নির্মানকে কেন্দ্র করে বিএন পির দুই গ্রæফের সংগর্সে ৩নং ওয়ার্ড বি এন পির সহ-সভাপতি শহিদুল্লা   মনির হোসেন গুরতর আহতের খবর পাওয়া গেছে শহিদুল্লাহকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এঘটনা জানুয়ারী সকাল ১০ টায় চৌগরিয়া গ্রামের প্রত্যক্ষ্য দর্শিরা জানায় নংওয়ার্ড বিএ পি সাংগঠনিক সম্পাদক আল-আমিনের নেতৃত্বে ৪০ পঞ্চাস জনের একটি  দল হামলা চালায় ৩নং ওয়ার্ড বি এন পির সহ-সভাপতি শহিদুল্লা   মনির হোসেন গুরতর আহত কাঠালিয়া ইউনিন বি এন পি নেতারা বিষয়টি শুষ্ঠু মিমাংসার আশ্বাসে ভুক্তভোগিরা মামলা দায়ের থেকে বিরত রয়েছে বলে জানা যায়


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)