নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে একটি বিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ-ছাত্রলীগের হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন পালিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কামারটেকে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী, বাজার ব্যবসায়ী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে এলাকাবাসী জানায়, গত বছরে যোশর ইউনিয়নের ছোটাবন্দ উচ্চ বিদ্যালয়ে একটি নামে মাত্র পরিচালনা কমিটি নির্ধারণ করা হয়। যাতে এলাকাবাসী ও শিক্ষক প্রতিনিধিসহ সকলেই দ্বিমত ছিলো। তারাই ধারাবাহিকতায় তৎকালীন সভাপতি ফজলুর রহমানের নেতৃত্বে তার ভাতিজা যুবলীগ নেতা নিফাদ ও তাদের সহযোগীরা বিদ্যালয় থেকে ২৮টি সিলিংফ্যান, স্টিলের দরজা, জানালাসহ বেশ কিছু মালামাল বিক্রি করে দেয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে এতে আপত্তি প্রদান করলে গত বুধবার প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদের ভাতিজা নূরুল আমিন মোল্লা, কবির হোসেন মোল্লা, আবু সাইদ মোল্লা এবং রব মোল্লার উপর অতর্কিত হামলা চালায় সাবেক সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানের ভাতিজা। এসময় কামারটেকস্থ কীট নাশকের দোকানে হামলা চালিয়ে ৬ লক্ষ টাকার কীটনাশক লুটের পাশাপাশি ক্যাশে থাকা ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় বলেও দাবী করা হয়।
যুবলীগ নেতা নিফাদের নেতৃত্বে জুয়েল, সাগর, জয়, রকিব, সাকিব, রাশেদ ও তোফাজ্জলসহ অজ্ঞাত ব্যক্তি কর্তৃক এসব হামলা ও লুটের ঘটনায় নিন্দা জানিয়েছে এলাকাবাসী। পাশাপাশি তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানায় তারা।
#