মাধবদী (নরসিংদী) প্রতিনিধি ঃ দেশে কোন নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার ছারা দেশের উন্নয়ন সম্ভব নয়। এ সরকার সংস্কারের নামে নির্বাচন প্রক্রীয়া বিলম্বিত করছে । ২৭ এপ্রিল বিকেল ৩টায় সদর থানা বিএনপি“র সভাপতি বীর মুক্তি যোদ্ধা এম এ হান্নানের স্মরন সভায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি‘র যুগ্ন মহাসচীব নরসিংদীর জেলা বিএনপি‘র সভাপতি দখায়রুল কবির থোকন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । শেখেরচর ধুমকেতু সংঘের মাঠে সদর থানার যুবদলের আহবায়ক রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহাজ্জ বিজি রশিদ নওশের আলহাজ্ব মোশাররফ হোসেন সিআইপিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ। বক্তাগন মরহুম এম এ হান্নান হত্যা কান্ডের বিচার দাবি করেন।
এ সরকার সংস্কারের নামে নির্বাচন প্রক্রীয়া বিলম্বিত করছে ঃ দখায়রুল কবির খোকন
এপ্রিল ২৭, ২০২৫
0
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি ঃ দেশে কোন নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার ছারা দেশের উন্নয়ন সম্ভব নয়। এ সরকার সংস্কারের নামে নির্বাচন প্রক্রীয়া বিলম্বিত করছে । ২৭ এপ্রিল বিকেল ৩টায় সদর থানা বিএনপি“র সভাপতি বীর মুক্তি যোদ্ধা এম এ হান্নানের স্মরন সভায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি‘র যুগ্ন মহাসচীব নরসিংদীর জেলা বিএনপি‘র সভাপতি দখায়রুল কবির থোকন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । শেখেরচর ধুমকেতু সংঘের মাঠে সদর থানার যুবদলের আহবায়ক রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহাজ্জ বিজি রশিদ নওশের আলহাজ্ব মোশাররফ হোসেন সিআইপিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ। বক্তাগন মরহুম এম এ হান্নান হত্যা কান্ডের বিচার দাবি করেন।
Tags